https://www.facebook.com/profile.php?id=61564646317150
Abp Ananda বাংলা 1নং নিউজ
এগিয়ে থাকে এগিয়ে রাখে

Home

এগিয়ে থাকে এগিয়ে রাখে

 India Pakistan Tension : পায়ে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি, সিন্ধুর জল পেতে ভারতকে চার-চারটি চিঠি পাকিস্তানের !

Indus Water Treaty :  ভাইরাল সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেগতিক দেখে এবার ভারতের পায়ে পড়ার মতো পরিস্থিতি হয়েছে পাকিস্তানের।   


Indus Water Treaty :  জল নিয়ে ঘরেই শুরু হয়েছে গৃহযুদ্ধ ! পাকিস্তানে জলের অভাব দেখা দিতেই নেতা-মন্ত্রীর বাড়িতে হামলা চালাচ্ছে পাকিস্তানিরা। পরিস্থিতি সামলাতে নাজেহাল অবস্থা হয়েছে শাহবাজ শরিফ সরকারের। ভাইরাল সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেগতিক দেখে এবার ভারতের পায়ে পড়ার মতো পরিস্থিতি হয়েছে পাকিস্তানের।   

কী কারণে এই পরিস্থিতি হয়েছে পাকিস্তানের

কথায় আছে, স্বভাব অভাব তৈরি করে। পাকিস্তানের টানা ভারত-বিদ্বেষী হামলা এবার জলের অভাব তৈরি করেছে প্রতিবেশী দেশে। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করতেই জল সংকটের মুখোমুখি হয়েছে পাকিস্তান। যে কারণে নয়াদিল্লিকে চারবার চিঠি লিখেছে শরিফের সরকার।    

কী আবেদন করা হয়েছে চিঠিতে

২২ এপ্রিলের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা আবেদন জানিয়েছে পাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তানের জল সম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলী মুর্তজা এই চারটি চিঠি জলশক্তি মন্ত্রককে সম্বোধন করে পাঠিয়েছে। সেখান থেকে তা বিদেশ মন্ত্রক (এমইএ)-তে পাঠানো হয়েছে। চিঠিতে মুর্তজা ভারতকে চুক্তি পুনর্বহাল করার জন্য অনুরোধ করেছে। সংবাদ সংস্থা IANS এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

পাল্টা কী বলেছে ভারত

জাতীয় নিরাপত্তার অধিকারের কথা উল্লেখ করে ইতিমধ্যেই দেশের অবস্থান পাকিস্তানকে স্পষ্ট করে দিয়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, ইসলামাবাদ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ না করা পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে।

জল ও রক্ত একসঙ্গে বইবে না

ভারত যখন অপারেশন সিঁদুর শুরু করে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার সরকারের আপোষহীন অবস্থানের উপর জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, "জল ও রক্ত ​​একসঙ্গে প্রবাহিত হতে পারে না" এবং "সন্ত্রাস ও আলোচনা একই সঙ্গে হতে পারে না"।

ভারতের জল যাবে না পাকিস্তানে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বিস্তারিত রোড ম্যাপ তৈরির পরই এই ঘোষণা করলেন জলশক্তি মন্ত্রী সিআর পাটিল (CR Patil)। পাশাপাশি তিনি জানান, আগামী দিনে ভারত থেকে এক ফোঁটা জল পাবে না পাকিস্তান।

কী বলেছেন জলশক্তি মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সিআর পাটিল বলেছেন, হোম মিনিস্টারের সঙ্গে এই বিষয়ে একটি রোড ম্যাপ তৈরি করা হয়েছে। যেখানে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান যাতে ভারতের থেকে এক ফোঁটা জল না পায়, সেই জন্য কম , মাঝারি ও দীর্ঘ সময়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। শীঘ্রই নদীর পলি তোলার কাজ শুরু করে গতিপথ পরিবর্তন করা হবে। পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত।

                                Next:>>
Like & Follow
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free